বৃষ্টিতে বাংলাদেশের অনুশীলনে বাধা


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২৭ অক্টোবর ২০১৬

সিরিজের প্রথম টেস্টে ফল পক্ষে আসেনি। জয়ের খুব কাছাকাছি গিয়েও তা ছোঁয়া সম্ভব হয়নি। তীরে গিয়ে তরী ডুবেছে। ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগার শিবির। শুক্রবার শুরু হওয়া ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে আজ সকালে অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের। তবে বৃষ্টির কারণে তা আর সম্ভব হয়নি।

দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে আজ সকাল ৯.৩০ মিনিটে অনুশীলনে নামার কথা ছিল মুশফিক-তামিমদের। তবে ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। ফলে আর অনুশীলনেই নামা হয়নি টাইগারদের। আর বৃষ্টির কারণে টাইগারদের ম্যাচ-পূর্ববর্তী প্রেস কনফারেন্সের সময়সূচিতে দুপুর ১২টার পরিবর্তে ১.৩০-এ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব থাকতে পারে আরও দুই-তিন দিন। আর এতে বিঘ্ন ঘটতে পারে শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।  

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।