রাজশাহীতে পুলিশকে ককটেল নিক্ষেপ


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকায় ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

ককটেল দুটি পুলিশের সামনে গিয়ে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়লে ছাত্রদলের নেতাকর্মী পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা হেতেমখাঁ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রাজশাহী বরেন্দ্র যাদুঘরের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়ে।

এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে ছাত্রদল নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি আতঙ্ক সৃষ্টির জন্য দুটি ককটেল নিক্ষেপ করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর ককটেল হামলা চালিয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।