‘পরিকল্পনা বাস্তবায়ন করলেই ভালো ফল আসবে’


প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬

প্রতিটি ম্যাচ নিয়েই পরিকল্পনা থাকে। সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করা গেলে সাফল্য আসবেই। এমন কথাই শোনা যায় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। খেলোয়াড়রাও বলে থাকেন; কিন্তু সেই পরিকল্পনাগুলো আসলে কতটা বাস্তবায়ন করতে পারে ক্রিকেটাররা! কারণ, প্রতিপক্ষও তো অনেক পরিকল্পনা নিয়ে মাঠে নামে। সেখানে কে কতটা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে সেটাই মূল বিষয় হয়ে দাঁড়ায়।

চট্টগ্রাম টেস্টেও নিশ্চয় পরিকল্পনা আাঁটা হয়েছিল। বাংলাদেশ কতটা সেগুলো বাস্তবায়ন করতে পেরেছে তা ক্রিকেটাররা ভালো করেই জানেন। তবে খালি চোখে, ভক্ত-দর্শকরা বলছেন, ভালোই খেলেছে বাংলাদেশ। কিন্তু এই ভালো খেলার কোনই দাম নেই, যখন পরাজিত দলটির নাম বাংলাদেশ। দলের ওপেনার তামিম ইকবালও সেটা মনে করেন। তিনি বলেন, ‘দেখেন শেষ ম্যাচ নিয়ে এতো আলোচনা না করে আসলে, সেখানে কী ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। শেষ ম্যাচটায় আসলে অনেক ভালো একটা টেস্ট ম্যাচ হয়েছে। দিন শেষে আমরা ম্যাচটা হেরেছি। আজ থেকে পাঁচ বছর পর ওই রেকর্ডে লেখা থাকবে যে আমরা হেরেছি। ভালো খেলেছি ওটা কোথাও লেখা থাকবে না।’

সুতরাং, তামিমের ভাবনা আগামী ম্যাচে আরও ভালো খেলার চিন্তা করতে হবে। যেন ভালো একটা ফল আসে। তিনি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে পরের যে ম্যাচ আছে সেখানে ফোকাস করা। উইকেটের কথা ভুলে যাওয়া। আগের ভুলগুলো ঠিক করে এগিয়ে যাওয়া। আর টস নিয়ে কথা হচ্ছে। এটা আমাদের হাতে থাকে না। আমরা হয়তো বা ব্যাটিং কিংবা ফিল্ডিং করতে পারি। যেটা কপালে থাকে।’

পরিকল্পনাগুলো কাজে লাগানো কথা বললেন তামিম। তিনি বলেন, ‘আমাদের যে প্রসেস এবং প্ল্যানিং যেগুলো করি, সেগুলো যদি মাঠে ভালোভাবে ব্যবহার করতে পারি; তাহলে আমার কাছে মনে হয় ফল আসবেই। ওখানেই আমাদের ফোকাস দেওয়া উচিত। দলের খেলোয়াড়রা এটা নিয়েই ভাবছে। আমাদের বোলারদেরকে ভাবতে হবে, ওদের ব্যাটসম্যানদের বিপক্ষে কিভাবে ভালো বোলিং করবে। ব্যাটসম্যানদের ভাবা উচিৎ, ওদের বোলিংয়ের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা কিভাবে খেলবে। আমাদের মধ্যে এসব নিয়েই আলোচনা হচ্ছে। আমরা এইসব নিয়েই ভাবছি। উইকেট কেমন হবে কিংবা টস কে জিতবে এগুলো নিয়ে আমরা ভাবি না।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।