কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুষ্ঠানে ঢাকার সাকিব


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৬

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর থেকে। এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ৭টি ফ্রাঞ্চাইজি। বিপিএলের চতুর্থ আসরকে সামনে রেখে আজ গুলশানের এক অভিজাত হোটেলে নিজেদের জার্সি উন্মোচন করছে গত বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এ অনুষ্ঠানে হাজির হয়েছেন বিপিএলের আরেক দল ঢাকা ডায়নামাইটসের আইকন সাকিব আল হাসান।

এরই মধ্যে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে। প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের বাইরে যারা রয়েছেন তাদের নিয়ে প্রতিটি ফ্রাঞ্চাইজি প্রস্তুতিতেও ব্যস্ত। এরই মধ্যে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

তাতে দেখা যাচ্ছে, ৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে নতুন ফ্রাঞ্চাইজি রাজশাহী কিংস। মোট ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে ৯ ডিসেম্বর জমকালো সমাপনী এবং ফাইনালের মধ্য দিয়ে।

এমআর/এবিএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।