শেরপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট আবুল কাশেম সভাপতি ও প্রকাশ দত্ত সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলায়াতনে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূল ভোটে তারা নির্বাচিত হন।

সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এছাড়া শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।

আহমদ হোসেন বলেন, দেশের বুদ্ধিজীবীরা সংলাপ নিয়ে সরব। কিন্তু জামায়াত বিএনপি জোট আন্দোলনের নামে পেট্রোলবোমা দিয়ে যেভাবে মানুষ হত্যা করছে সে ব্যাপারে বুদ্ধিজীবীরা কোন কথা বলেন না।

মির্জা আজম বলেন, সারা দেশে বিএনপি জামাত একাত্ত্বরের কায়দায় গণহত্যা শুরু করেছে। এ অবস্থা মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের চেতনায় সকল মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সম্মেলনের শুরুতে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনছার আলী বিপুলসংখ্যক দলীয় কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।