অ্যান্ডারসনকে ছাড়াই ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৬ অক্টোবর ২০১৬

বেশ কিছুদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। এর জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি তিনি। ইংলিশরা আশায় ছিলেন, ভারতের বিপক্ষে টেস্ট দলে ফিরছেন অ্যান্ডারসন।

কিন্তু না। ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত নন তিনি। যে কারণে অ্যান্ডারসনকে ছাড়াই ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ১৬ জনের স্কোয়াড অপরিবর্তিত রেখেছে তারা।

ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়েছেন, রাজকোট টেস্ট মিস করছেন অ্যান্ডারসন। সিরিজ চলাকালীন তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলা মুম্বাই টেস্টে তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

ভারতের বিপক্ষে ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, মঈন আলী, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, জ্যাক বল, গ্যারি ব্যালেন্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।