রাজশাহীতে রেললাইনে নাশকতা, আটক ২


প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রেললাইনে নাশকতার অভিযোগে জামায়াতের ২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাকড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হযরত আলী এবং একই এলাকার জামায়াত কর্মী ইলিয়াস হোসেন (৪৮)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ললিতনগর স্টেশন থেকে আধা কিলোমিটার পূর্বে ঘিয়াপুকুর এলাকায় রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলে নাশকতাকারীরা।

এর কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি লোকান ট্রেন অতিক্রম করার সময় ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনার পর পার্শ্ববর্তী আমনুরা রেলস্টেশন থেকে উদ্ধারকারী একটি দল এসে রেল চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করে। শনিবার সকাল সাড়ে ১০টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের আটকের জন্যও অভিযান শুরু করেছে বলে জানান ওসি এসএম আবু ফরহাদ।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।