দ্বিতীয় টেস্টেও আম্পায়ার ধর্মসেনা!


প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৫ অক্টোবর ২০১৬

চট্টগ্রাম টেস্টে বিতর্কিত আম্পায়ারিং, একের পর এক ডিসিশন রিভিউর কারণে এই ম্যাচটি ইতিহাসের পাতাতেই ঠাঁই করে নিয়েছে। ওই ম্যাচে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছেন শ্রীলংকান আম্পায়ার কুমার ধর্মসেনা।

বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেটাররা মিলে যে ২৬টি রিভিউ নিয়েছিল চট্টগ্রাম টেস্টে, তার ১১টিই ভুল প্রমাণিত হয়। এই ১১টির মধ্যে ৮টিই ছিল ধর্মসেনার। বাকি ৩টি অপর আম্পায়র ক্রিস গ্যাফানির। সবচয়ে বড় কথা, এক টেস্টে একা এক আম্পায়ার হিসেবে ধর্মসেনার মোট ১৬টি সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানানো হয়েছে। যার ৮টিতেই তিনি পরাজিত।

সেই কুমার ধর্মসেনা আবারও দাঁড়াচ্ছেন স্ট্যাম্পের পেছনে। অথ্যাৎ ঢাকা টেস্টে আবারও অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাচে কুমার ধর্মসেনাকে। তবে চট্টগ্রাম টেস্টে থাকা তার সঙ্গী ক্রিস গ্যাফানিকে দেখা যাবে না মিরপুর টেস্টে। কারণ তিনি থাকবেন টিভি আম্পায়ারের ভূমিকায়।

অনফিল্ড আম্পায়ার হিসেবে ধর্মসেনার সঙ্গী থাকবেন সুন্দরম রবি। যিনি চট্টগ্রাম টেস্টে ছিলেন টিভি আম্পায়ারের ভূমিকায়।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।