ঝাড়ু হাতে পথে নামবেন সৌরভ গাঙ্গুলী
জল্পনা-কল্পনার অবসান ঘটালেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাফসাফ জানিয়ে দিলেন, রাজনীতিতে জড়ানোর কোনো আগ্রহ, ইচ্ছা বা পরিকল্পনা নেই তার। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে অংশ নেবেন স্বচ্ছ ভারত অভিযানে।
বৃহস্পতিবার নরেন্দ্র মোদি তার আলোচিত পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিতে সৌরভ গাঙ্গুলী, কিরণ বেদি, কপিল শর্মাসহ বেশ কয়েকজনকে আহ্বান জানান। প্রধানমন্ত্রীর আহ্বানপ্রাপ্তরা বিজেপির রাজনীতিতে যুক্ত হবেন বলে গুজব ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে এখন অস্ট্রেলিয়াতে আছেন। আজ শুক্রবার সেখানে বসেই জল ঢাললেন গুজবে। ভারতের একটি টিভি চ্যানেলের সঙ্গে ফোনে আলাপকালে, তিনি এ বিষয়ে জানিয়েছেন নিজের অবস্থান। খারিজ করে দিলেন তার রাজনীতিতে যোগদানের খবর। রাজনীতিতে অনাগ্রহের কথা অবশ্য আগেও বহুবার ব্যক্ত করেছেন তিনি।
তবে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথাও জানালেন একই সঙ্গে, `এটা একটা মহৎ কাজ।`
এমনটা মনে করার কারণও জানিয়েছেন নিজেই, `ভারত একটি বৃহৎ দেশ। বিপুল জনসংখ্যার কারণে বিভিন্ন সমস্যা রয়েছে এখানে। স্বাস্থ্যগত বিষয়টি এখানে খুব গুরত্বরপূর্ণ।` সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এআরএস/এমএস