চাপে শ্রীলংকা
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলংকা। ৬ উইকেট হারিয়ে ৩২ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ১৬৯ রান।
ড্যানিয়েল ভেট্টোরির বলে ২৪ রান সংগ্রহ করে বিদায় নেন তিলকরত্মে দিলশান। ১২৪ রানের মাথায় ৬৫ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ট হয়ে যান লাহিরু থিরিমান্ন। ড্যানিয়েল ভেট্টোরির বলে শূন্য রানে ফিরে যান মাহেলা জয়াবর্ধনে। দলীয় ১২৯ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে ২৯ রান সংগ্রহ করে এলবিডব্লিউ`র ফাঁদে পড়েন কুমার সাঙ্গাকারা।
এর আগে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে নিউজল্যান্ড সংগ্রহ করে ৩৩১ রান।
শুরুতেই ম্যাকালাম ও মার্টিন গাপটিলের ঝড়ো ব্যাটিংয়ে ভালো অবস্থানে চলে যায় নিউজিল্যান্ড। ম্যাকালামের বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিংয়ে গতি বাড়ে রানের। শেষ দিকে কোরি অ্যান্ডারসনের ব্যাক্তিগত ৭৫ রানের সুবাধে নিউজল্যান্ডের সংগ্রহ ৩৩১ রান।
এএইচ/আরআইপি