ভেবেছিলাম টেস্ট অভিষেকটাই আগে হবে : মোসাদ্দেক


প্রকাশিত: ১০:০০ এএম, ২৫ অক্টোবর ২০১৬

গত বছর জাতীয় লিগে দুর্দান্ত পারফরর্ম করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ওই আসরে তিনটি ডাবল সেঞ্চুরিও নামের পাশে যোগ করেছিলেন তিনি। এরপর আলোচনায় ছিলেন মোসাদ্দেক। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি সময়ের ব্যাপারই ছিল। সেটা হলোও। গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান ২০ বছর বয়সী এই অলরাউন্ডার। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। অথচ মোসাদ্দেক ভেবেছিলেন, টেস্ট অভিষেকটাই সবার আগে হবে।

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি সামনে রেখে সোমবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টের ঘোষিত দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক জানিয়েছেন, সাব্বির রহমান কিছুটা অসুস্থ থাকায় মোসাদ্দেককে দলে টেনেছেন তারা। সে হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকটাও হয়ে যেতে পারে মোসাদ্দেকের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে আসেন মোসাদ্দেক। সেখানে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘গত বছর যখন জাতীয় লিগ শেষ করেছি তখন ভেবেছিলাম আমার টেস্ট অভিষেকটাই সবার আগে হবে। তবে অভিষেক হয়েছে টি-টোয়েন্টি দিয়ে, এরপর আমি চাচ্ছিলাম আমার অভিষেকটা যেন ওয়ানডে দিয়ে হয়, তার সেটা হয়েছে। এখন টেস্ট অভিষেক হবে কিনা জানি না, তবে স্কোয়াডে আছি। এখন দেখা যাক ম্যানেজমেন্ট কি ভাবছে।’

ওয়ানডে ক্রিকেটই বেশি পছন্দ মোসাদ্দেকের। এরপর টেস্ট ক্রিকেটকে প্রধান্য দেন তিনি। বলেন, ‘আমি সবচেয়ে বেশি পছন্দ করি ওয়ানডে ক্রিকেট, এরপর লংগার ভার্সনে। লংগার ভার্সনে খেলতে সময়টা একটু বেশি পাওয়া যায় ব্যাটসম্যান হিসেবে। সেট হওয়া যায়, তারপর রান করা যায়। এ সুযোগটা বেশি থাকে লংগার ভার্সনে। আমি এ জায়গাটা অনেক বেশি উপভোগ করি।’

প্রসঙ্গত, প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। ৭০.৮৯ গড়ে করেছেন ১৯৪৫ রান। এর মধ্যে সর্বোচ্চ ২৮২ রানের ইনিংস রয়েছে তার নামের পাশে। বল হাতে মোসাদ্দেক পকেটে পুরেছেন ১৬ উইকেট।

আরটি/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।