সাবেকদের ভাবনায় পাক-ভারত ম্যাচ
এডিলেড ওভালে রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। যদিও ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তানের সার্বিক রেকর্ড ভাল। তথাপি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে অদ্যাবধি কোন ম্যাচে হারাতে পারেনি পাকিস্তান। এশিয়ার এই দুই পরাশক্তিকে নিয়ে সাবেক ক্রিকেটাররা তুলে ধরেছেন তাদের মতামত
সুনীল গাভাস্কার (ভারত)
বর্তমানে দু’দলই এখন খুব একটা ফর্মে নেই। তবে দুটি প্রস্তুতি ম্যাচ জেতায় পাকিস্তানের মনোবল এখন চাঙ্গা। তাই পাকিস্তানের এবার ভারতকে হারানো সম্ভব। নিউজিল্যান্ডে পাকিস্তান মাত্র ২ ম্যাচ হেরেছে। তবে জেতা ম্যাচগুলোতে কোন দাপট ছিল না। অন্যদিকে ভারত অস্ট্রেলিয়া সফরে এখন পর্যন্ত অনুজ্জ্বল। তাবে পাকিস্তানের বিপক্ষে আগের রেকর্ডের কারণে ভারত ফেভারিট হিসেবেই মাঠে নামবে।
ভিভি এস লক্ষণ (ভারত)
পাকিস্তান খুবই বিপজ্জনক দল। তবে তারা অধারাবাহিক। সাঈদ আজমলকে এবার মিস করার উত্তর সম্ভবত এখনও তাদের কাছে নেই। গত কয়েক বছর তার ওপরই পাকিস্তান নির্ভরশীল। সে বিশ্বকাপে থাকলে পাকিস্তান বেশ নির্ভার থাকতো। ভারতের বিপক্ষে তারা আজমলের অভাব অনুভব করবে।
ইয়ান চ্যাপেল (অস্ট্রেলিয়া)
১৯৯২ বিশ্বকাপে ইমরান খান, ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হকের মতো খেলোয়াড়রা ছিল। কিন্তু এখন পাকিস্তান দলে ওই মানের কোন খেলোয়াড় নেই। বিশেষ করে বোলিং সাইডে। জুনাইদ খানের ছিটকে পড়াটা তাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক। এ কারণেই আমার মনে হয় পাকিস্তানের বিপক্ষে ভারতই ফেভারিট হিসেবে মাঠে নামবে।
ওয়াকার ইউনুস (পাকিস্তান)
ঘুরে দাঁড়ানোটা পাকিস্তান ক্রিকেটের বড় গুণ। বিশ্বকাপে এখনও আমরা ভারতকে হারাতে পারিনি। ১৯৯২ বিশ্বকাপে শিরোপা জিতলেও ভারতের বিপক্ষে জয় নেই একবারও। সর্বশেষ ২০১১ বিশ্বকাপেও আমরা তাদের হারাতে পারিনি। তবে এবার আমরা ঘুরে দাঁড়াতে চাই।
মঈন খান (পাকিস্তান)
বিশ্বকাপে যতবারই আমরা ভারতের বিপক্ষে খেলেছি তারা ভাল খেলেছে। ভাল খেলেই জিতেছে। তবে আমাদের এ দলের জন্য এবার এ রেকর্ড ভাঙার সুযোগ আছে। তারা এবার ইতিহাস গড়তে পারে। পাকিস্তানের এ দলটি যদি চাপ সামলে খেলতে পারে তাহলে ভারতকে হারানো সহজ হবে।
এমআর/আরআইপি