শুরু হলো মাঠের লড়াই


প্রকাশিত: ০২:২২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

অবশেষে অবসান হলো চার বছরের প্রতীক্ষার। শুরু হলো ব্যাট-বলের লড়াই্। ব্রেন্ডন ম্যাককালাম আর অ্যাঞ্জেলো ম্যাথিউজের মধ্যে টসে কয়েন নিক্ষেপের মধ্য দিয়েই শুরু হয়ে গেলো বিশ্বকাপে বিশ্বযুদ্ধের রণদামামা। তবে শুরুতেই বৃষ্টি বাগড়া দিলেও খেলা শুরু করতে ৫ মিনিটের বেশি লাগেনি।

টসে জিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় লংকান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নির্ধারিত ৫০ ওভারে তারা ৩৩১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তবে বিশ্বকাপের প্রথম রানটি এসেছে ওয়াইড থেকে।

ব্যাট থেকে প্রথম রান নেন মার্টিণ গাপটিল। প্রথম ওভারের ৫ম বলে। স্ট্রাইকিং প্রান্তে এসে প্রথম বাউন্ডারির মার মারেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম।

এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়ে গেলো দুই লংকান কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনে আর কুমারা সাঙ্গাকারার বিশ্বকাপ এবং ওয়ানডেকে বিদায় জানানোর শেষ টুর্নামেন্ট।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।