না চাইলেও যে রেকর্ডে ধর্মসেনা


প্রকাশিত: ০১:১১ পিএম, ২৪ অক্টোবর ২০১৬

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অ্যালিস্টার কুকের ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরে গেছে মুশফিকুর রহীমের বাংলাদেশ। রোমাঞ্চকর এই টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করে রেকর্ড বইয়ে নাম উঠে গেছে কুমার ধর্মসেনার।

এমন রেকর্ড, যা হয়তো একজন আম্পায়ার হিসেবে কখনো চাইতেন না ধর্মসেনা। বোঝাই যাচ্ছে, ইতিবাচক কিছু নয়। লজ্জার কোনো এক রেকর্ডেই নিজেকে জড়িয়ে ফেললেন এই আম্পায়ার।

ধর্মসেনা শ্রীলঙ্কার অন্যতম সেরা আম্পায়ার। নইলে কি আর আইসিসি থেকে পুরস্কার পান তিনি? যাইহোক, খারাপ সময় তো সবারই থাকে। চট্টগ্রাম টেস্টটা তাহলে ধর্মসেনার জন্য খারাপ কেটেছে।

গোটা ম্যাচে মোট ২৬ বার রিভিউ নেয়া হয়েছে। তার মধ্যে ১৬ বার ডিভিউ নেয়া হয়েছে ধর্মসেনার সিদ্ধান্তে। ৮ বারই লঙ্কান এই আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। বাকি আটবার তার পক্ষে গেছে। এক টেস্টে কোনো এক আম্পায়ারের পক্ষে যা সর্বোচ্চ রিভিউ ও ভুল সিদ্ধান্তের রেকর্ড।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।