ক্রিকেট বিশ্বকাপ : গুগল ডুডলে আম্পায়ার-ক্রিকেটার


প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে ক্রিকেটের বিশ্বযুদ্ধ। তবে মাঠে যুদ্ধ শুরুর আগেই সারাবিশ্বের ক্রিকেট প্রেমীদের মত খেলার আমেজ লেগেছে গুগল পেজেও। রঙিন ডুডলই জানিয়ে দিচ্ছে ক্রিকেট জ্বরে ভুগছে বিশ্ব।

ডুডলে গুগলের ৬টি অক্ষরে দেখা যাচ্ছে আম্পায়ার, বোলার, পিচের দুই ধারে থাকা ব্যাটসম্যান, ফিল্ডার ও উইকেট কিপারের রঙিন ছায়া। ক্লিক করলে চলে যাচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫-র সার্চ পেজে।

বিশ্বকাপের প্রথম দিন মাঠে নামছে দুই আয়োজক দেশই। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ যেখানে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি শনিবার ভোর সাড়ে ৪টায়। আর আগামী বুধবার ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।