তবুও ইতিবাচক দেখেছেন মুশফিক


প্রকাশিত: ১০:২১ এএম, ২৪ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ লড়াই করে হেরে গেছে বাংলাদেশ। পঞ্চম দিন সকালে ১৫ বলের ব্যবধানেই শেষ দুই উইকেট হারিয়ে ২২ রানের পরাজয়ের স্বাদ পেলো তারা। জয়ের এতো কাছে এসেও হারার ফলে স্বাভাবিকভাবেই হতাশ টাইগাররা। তবে এমন হারের পরও ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

সোমবার চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘টেস্টে আমাদের ধারাবাহিকতার খুব অভাব থাকে। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে ১৫ মাস পর টেস্ট খেলা, এটা সহজ নয়। এটা যে কন্ডিশনেই খেলেন না কেন। আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয়, আমরা পুরো টেস্টে ৯২ থেকে ৯৫ শতাংশ ভালো ক্রিকেট খেলেছি। উন্নতির কিছু জায়গা আছে যেখানে আমরা আরও ভালো করলে ফল আমাদের পক্ষে আসতে পারতো।’

মুশফিকের মতে এটা অনেক পাওয়ার টেস্ট। দুই অভিষিক্ত সাব্বির-মিরাজসহ পুরনো সতীর্থ সাকিব-তামিমেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি, ‘অনেক কিছুই নেওয়ার আছে এই টেস্ট থেকে। সাব্বির খুব ভালো ব্যাট করেছে, মিরাজ প্রথম ইনিংসে খুব ভালো বল করেছে। সাকিব খুবই ভালো বোলিং করেছে। তামিম কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খুব ভালো ব্যাটিং করেছে, যেটা কি না তার স্বভাব না। সব মিলিয়ে আমি বলব, বাংলাদেশের জন্য খুব ভালো টেস্ট হয়েছে।’

ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে প্রথম সেশন থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। এমনকি প্রথম দুই দিনই টেস্টের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। চতুর্থ দিন পর্যন্ত সমানে সমান লড়াই করেছেন তারা। এটাকেই দারুণ উন্নতির লক্ষণ বলে মনে করছেন মুশফিক।

‘আমারা যে লক্ষ্য অর্জন করতে পেরেছি, ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পেরেছি। লক্ষ্য ছিল-একটা সেশন ভালো আরেকটা খারাপ, একটা একদমই ভালো, আরেকটা খুব খারাপ, এটা না হয়ে আমারা যেন দিন দিন উন্নতি করি। চারটি দিন আমরা ওদের সঙ্গে প্রায় সমানে সমান ছিলাম। এটা দেখায় যে এখন আমাদের খেলোয়াড়রা অনেক পরিণত। তরুণ যারা আছে ওরাও উন্নতির জন্য খুব চেষ্টা করছে। এটা দলের জন্য ভালো লক্ষণ।’

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।