জরিমানার কবলে আফ্রিদিরা!


প্রকাশিত: ০২:১২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

অনিয়ম করে শাস্তির মুখোমুখি হয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। শুধু আফ্রিদিই নন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আরও ৮ পাক ক্রিকেটারকে জরিমানা করেছে টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের বর্তমান দলের ম্যানেজার নাভিদ চিমা এক সময় ছিলেন সেনাবাহিনীতে। সামরিক বাহিনীর কঠোর শৃঙ্খলা মিসবাহ-আফ্রিদিদের ওপর বজায় রাখতে তিনি বদ্ধপরিকর। বিশ্বকাপে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে যেন ‘সামরিক শাসন’ জারি করেছেন তিনি।

জানা গেছে, সিডনিতে গত রোববার রাতে বন্ধুদের সঙ্গে হোটেলের বাইরে খেতে গিয়েছিলেন পাকিস্তানের এই আট ক্রিকেটার। ৪৫ মিনিট দেরি করে ফেরায় তাঁদের প্রত্যেককে এখন গুনতে হচ্ছে ৩০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা। যেন ঠিক ‘কারফিউ’ ভঙ্গের অপরাধ! আফ্রিদিরা অবশ্য নিয়ম ভাঙ্গার জন্য ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন।

২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের অপরাধে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন। বিশ্বকাপে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই বোধহয় বাড়তি কড়াকড়ি চলছে পাকিস্তান শিবিরে!

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।