সিদ্দিকুরের বিদায়


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

গলফার সিদ্দিকুর রহমানকে থাইল্যান্ড ক্লাসিক থেকেও হতাশাজনক বিদায় নিতে হয়েছে। দ্বিতীয় রাউন্ডে বাজে খেলেছেন এশিয়ার অন্যতম সেরা এই গালফার।

দ্বিতীয় রাউন্ড শেষ করতে পারের চেয়ে ৪ শট বেশি নিয়েছেন সিদ্দিকুর। ফলে দুই রাউন্ড শেষে পারের চেয়ে এক শট বেশি নিয়ে ৯৯ নাম্বারে রয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে বাজে পারফরম্যান্সের কারণে থাইল্যান্ড ক্লাসিক এখানেই শেষ করতে হচ্ছে তাকে। এর আগে বৃহস্পতিবার প্রথম রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম নিয়ে সিদ্দিকুর ছিলেন ২০ নাম্বারে।

গত সপ্তাহে মালয়েশিয়ান ওপেন দিয়ে মৌসুম শুরু করেছিলেন সিদ্দিকুর। সেবারও তৃতীয় রাউন্ডেই বাদ পড়েছেন। এরপর থাইল্যান্ডে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তবে ব্যর্থতার বৃত্তেই আটকা পড়তে হয়েছে তাকে।

পরবর্তী সপ্তাহে ইন্ডিয়ান ওপেনে খেলবেন সিদ্দিকুর। ২০১৩ সালে দিল্লি গলফ কোর্সেই এশিয়ান ট্যুরে দ্বিতীয় শিরোপা জিতেছিলেন তিনি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।