ক্রিকেট বিশ্বকাপ : বৃষ্টি বিড়ম্বনায় নতুন আইন


প্রকাশিত: ১০:২৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে বৃষ্টি আইন অর্থাৎ, ডাকওয়ার্থ লুইস পদ্ধতির কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরিবর্তিত টার্গেট কী হবে, তা গণনার জন্য ব্যবহার করা হতো ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং টনি লুইসের আবিস্কৃত পদ্ধতি। যা সবসময় নিখুঁত নয়।

এর পরিপ্রেক্ষিতে গত নভেম্বরে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির সংখ্যা তাত্ত্বিক ও কম্পিউটার প্রোগ্রামার স্টিভ স্টার্ন কিছুটা বদল করেছেন ডাকওয়ার্থ লুইস পদ্ধতির। যা আরোও কিছুটা খুঁত দূর করেছেন। যা সমর্থন করছেন ডাকওয়ার্থ ও লুইস।

সফটওয়্যারে সেই পরিবর্তনটুকু নিয়ে এসে এবারের বিশ্বকাপে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি ব্যবহার করা হবে। যা এখন থেকে ডিএলএফের জায়গায় ডিএলএস নামে পরিচিতি পাবে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।