টেস্ট অভিষেকেই সাব্বিরের ফিফটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৩ অক্টোবর ২০১৬

বাংলাদশের টেস্ট দলে সাব্বির রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছিল দ্বিতীয় নতুন বল সামলানোর জন্য। কারণ নতুন বলে দারুণ স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যাটিং করতে পারেন এ ড্যাশিং ব্যাটসম্যান। কিন্তু রোববার ৪১তম ওভারেই মাঠে নামতে হয় তাকে। তবে পুরনো বলেই দারুণ ব্যাটিং করে চলেছেন সাব্বির। অভিষেকেই তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি।

এদিন সাকিব আল হাসান আউট হওয়ার পর মাঠে নামেন সাব্বির। দলের রান তখন ১৪০। দুইশত রানের আগেই গুঁটিয়ে যাওয়ার শঙ্কা। তবে অধিনায়ক মুশফিকুর রহীমের সঙ্গে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তিনি। ৮৭ রানের জুটি গড়েন তারা।

এদিন ৭৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাব্বির। এ রান করতে ৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৬ বলে ৫১ রানে অপরাজিত রয়েছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৩৪ রান।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।