সাফা কবিরের থ্রিজি
নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করলেন মডেল-অভিনেত্রী সাফা কবির। থ্রিজি শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। এটি রচনা করেছেন সাংবাদিক ও নাট্যকার গোলাম রাব্বানী।
এ প্রসঙ্গে সাফা বললেন, নাটকটির কনসেপ্ট খুব সুন্দর। আশা করছি এটি দর্শকদের ভালোলাগবে। থ্রিজি মানে তিন প্রজন্ম (থ্রি জেনারেশন)। গল্পের মূল তিন চরিত্রের নামের ইংরেজি অদ্যাক্ষরও জি। তাই ধারাবাহিক নাটকটির নাম রাখা হয়েছে থ্রিজি।
নাটকটির প্রধান তিন চরিত্র গিয়াস, গণি ও গাউস চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে সৈয়দ হাসান ইমাম, মাহমুদুল ইসলাম মিঠু ও অ্যালেন শুভ্র। আরও অভিনয় করেছেন টয়া, মুসাফির সৈয়দ, তৌসিফ মাহবুব, জয়নুল জ্যাক, আনন্দ, সোমা, মুনিয়া প্রমুখ। মঙ্গলবার থেকে উত্তরায় নাটকটির দৃশ্যায়ন শুরু হয়েছে। আগামী মার্চ থেকে নাটকটি এশিয়ান টিভিতে প্রচার শুরু হবে এমনটাই পরিচালক সূত্রে জানা গেছে।
এমএস/এআরএস