আট সপ্তাহ মাঠের বাইরে ইনিয়েস্তা


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৩ অক্টোবর ২০১৬

ইনজুরির কারণে আট সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার স্প্যানিশ লা লিগার খেলায় ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচের ১৪ মিনিটে এনজো পেরেজের স্লাইডিং ট্যাকলে ইনজুরিতে পড়েন বার্সা ফুটবলার। আর কনুইয়ের এ ইনজুরির কারণে রিয়ালের সঙ্গে প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামা অনিশ্চিত হয়ে গেলো ইনিয়েস্তার।  

এ ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আর কোনও ম্যাচই খেলতে পারবেন না ইনিয়স্তা। যার অর্থ আগামী ১ নভেম্বর ম্যানসিটির বিপক্ষে ফিরতি রাউন্ডেও খেলা হবে না ইনিয়েস্তার।

এদিকে মেসির জোড়া গোলে ম্যাচে নাটকীয়ভাবে ৩-২ গোলের জয় পেয়েছে বার্সা। খেলার অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় এনে দেন মেসি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।