মিলে যাচ্ছে টিম ম্যানেজমেন্টের সাজানো ছক!


প্রকাশিত: ০৪:০৬ এএম, ২২ অক্টোবর ২০১৬

চট্টগ্রামের ফল কি হবে তা সময়ই বলে দিবে। তবে এ ম্যাচ শুরু থেকে এখন পর্যন্ত খেলার দৌড়ে আছে বাংলাদেশ। সবচেয়ে বড় কথা টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা যে ছক কষে দল সাজিয়েছেন তা এখন পর্যন্ত অনেকটাই সফল।

উইকেট স্লো হবে এবং প্রচুর টার্ন থাকবে তা ভেবেই স্পেশালিষ্ট তিন স্পিনার নিয়ে নামা। পাশাপাশি দ্বিতীয় নতুন বল সামলাতে দলে নেওয়া হয়েছে সাব্বির রহমান রুম্মানকে। সাজানো চিত্রনাট্যের মত এ অংশও মিলে যাচ্ছে।

দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাট করেছে ৭৪ ওভার। নিয়ম অনুযায়ী আর ৬ ওভার পর নতুন বল পাবে ইংলিশরা। আজ তৃতীয় দিন সকালে সাকিব-শফিউলের জুটি ভাঙলে উইকেটে আসবেন সাব্বির। তাকে যে কারণে নেয়া কি আশ্চর্য অভিষেকে ব্যাটিংয়ে নেমে অনিবার্যভাবেই তখন তাকে নতুন বল সামলাতে হবে। এখন দেখার বিষয় সাব্বির নতুন বল কীভাবে সামলায়।

এদিকে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নিতে হলে সাকিবকে খেলতে হবে বড় ইনিংস। আর অভিষেক ম্যাচেই জ্বলে উঠতে হবে সাব্বিরকেও।

এআরবি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।