আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দল ঘোষণা
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ আছে বাংলাদেশি ভক্তদের। আগামী ১০ নভেম্বর ঘরের মাঠে মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। আর ১৫ নভেম্বর পেরুর বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা। এ দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। আর মেসির আর্জেন্টিনার অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আর পাঁচ নম্বর দলটিকে প্লে অফের বাধা টপকে যেতে হবে রাশিয়ায়। এদিকে ব্রাজিল দল ঘোষণা করলেও আর্জেন্টিনা দল এখনো ঘোষণা করা হয়নি।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (রোমা), অ্যালেক্স (ফ্ল্যামিংগোর), ওয়েভারটন (অ্যাটলেটিকো পারানান্স)।
ডিফেন্ডার: জিল (শানডং), মারকুইনহোস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), রদ্রিগো (সাও পাওলো), থিয়াগো সিলভা (পিএসজি), দানি আলভেজ (জুভেন্টাস), পাংগার (করিন্থীয়ান্স), ফেলিপ লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ)।
মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফার্নানদিনহো (ম্যানচেস্টার সিটি), জিয়োলিয়ানো (জেনিথ), লুকাস লিমা (সান্তোস), পাওলিনহো (এভারগ্রেন্ড), ফিলিপ কৌতিনহো (লিভারপুল), রেনাতো অগাস্টো (বেইজিং), উইলিয়ান (চেলসি)।
ফরোয়ার্ড: রবার্তো ফারমিনো (লিভারপুল), দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), গ্যাব্রিয়েল জিসাস (পালমেইরাসের), নেইমার (বার্সেলোনা)।
এমআর/এমএস