‘আরেকটু থাকতে পারলে দলের জন্য উপকার হতো’


প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২১ অক্টোবর ২০১৬

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে রান করা কতটা কঠিন, এটা সম্ভবত ইংল্যান্ড আর বাংলাদেশের ব্যাটসম্যানরা হাঁড়ে হাঁড়ে টের পেয়ে গেছেন। ইংলিশরা তো বুঝেছেনই, বাংলাদেশের ব্যাটসম্যানরাও বুঝেছেন। তবুও এরই মধ্যে ৭৮ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন তামিম ইশবাল খান।

সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে পারলেন না। এ নিয়ে মোটেও আক্ষেপ নেই তামিমের। এশটি ভালো বলে আউট হয়েছেন বলে দুঃখও নেই তার। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে পুরো মাঠ পাড়ি দিয়ে মিডিয়া সেন্টারে এসে হাসি মুখেই সংবাদ সম্মেলন করতে বসলেন তামিম ইকবাল।

সেখানেই জানালেন, এই উইকেটে রান করা কতটা কঠিন। বললেন, ‘দেখেন আমার কাছে মনে হয় আমি খুব কষ্ট করে রান করেছি। প্রতিটি রান খুব কষ্ট করে করতে হয়েছে। আমার কাছে মনে হয় যতটুকু করেছি ভিন্ন কিছু করার চেষ্টা করিনি। বেসিকে থাকার চেষ্টা করেছি। আমি যতটুকু সোজা খেলা সম্ভব ততটুকু করেছি।’

যে বলে আউট হয়েছেন, তা নিয়ে মোটেও আক্ষেপ নেই তার। তামিম বলেন, ‘আমি যে বলে আউট হয়েছি সেটাও কোনো ভুল শট ছিল না। যদি ভুলকরে আউট হতাম তাহলে কষ্ট লাগত। এমন অনেক শটে এক রান কিংবা দুই রান করে পেয়েছি। আমার কাছে মনে হয়, আমি যেভাবে খেলছিলাম সেখানে আমি কন্ট্রোলে ছিলাম। ওটা হয়নি এ কারণে বেশি একটা চিন্তিত না।’

আউট নিয়ে চিন্তিত না হলেও, তামিমের আক্ষেপ আরেকটু থাকতে পারলে দলের জন্যই ভালো হতো। সেটাই তিনি জানালেন সংবাদ সম্মেলনে, ‘যদি আমি আরেকটু বড় রান করতাম তাহলে দলের জন্য ভালো হত। এখনও আশাবাদী। আমাদের সাকিব এরপর আরও ২জন আছে। ওরা যদি জুটি বেঁধে আমাদেরকে ভালো একটি সুবিধা দিতে পারে তাহলে ভালো হবে।

সামনের ম্যাচে নিজের চেষ্টার ত্রুটি রাখবেন না বলেও জানান তামিম। তিনি বলেন, ‘চেষ্টা করব যে এ রকম পরিস্থিতি আসলে যত বড় রান করা সম্ভব হয়। সামনের ম্যাচে ১-২-৩-৪ থেকে শুরু করতে হবে। বড় হলে অবশ্যই খুশি হতাম। বাট আই ইউল টেক দিস।’

আইএইচএস/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।