বাকৃবির সপ্তম সমাবর্তন স্থগিত


প্রকাশিত: ১১:৫৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে ঠিক কি কারণে সমাবর্তন স্থগিত করা হলো সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল খালেক। পরবর্তীতে সমাবর্তনের পরিবর্তিত তারিখ জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে সমাবর্তনের রেজিস্ট্রেশন গত ২১ জানুয়ারি শেষ হয়েছে। এতে মোট ৮১৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এছাড়া ষষ্ঠ সমাবর্তনের পর থেকে যাদের সনদ প্রদান করা হয়নি তাদেরসহ সপ্তম সমাবর্তনে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে মূল সনদ প্রদান করার কথা ছিল।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।