আরেকটি মাইলফলকের সামনে নেইমার


প্রকাশিত: ০৮:২৯ এএম, ২১ অক্টোবর ২০১৬

বছর তিনেক আগে সান্তোস ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। কাতালান ক্লাবটিতে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। কয়েক দিন আগে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেন তিনি। ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতেই থাকছেন এই ব্রাজিলিয়ান।

এবার বার্সার হয়ে অনন্য এক মাইলফলকের সামনে নেইমার। স্প্যানিশ লা লিগায় ১০০তম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন তিনি। আগামীকাল শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামলেই বার্সার হয়ে লা লিগায় শততম ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি।

এর পর্যন্ত বার্সার হয়ে ৯৯টি ম্যাচে অংশ নিয়েছেন নেইমার। নামের পাশে যোগ করেছেন ৫৯ গোল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে নেমে শততম ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়বেন তিনি।

গত তিন মৌসুমে বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ১৪১টি ম্যাচ খেলেছেন নেইমার। ৮৫টি গোল করেছেন। প্রথম মৌসুমে ১৫, দ্বিতীয় মৌসুমে ৩৯ ও তৃতীয় মৌসুমে ৩১ বার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।