হারের রেকর্ড গড়লো ভারত


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ২১ অক্টোবর ২০১৬

ওয়ানডে ক্রিকেটে জয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকলেও সবচেয়ে বেশি হারের কীর্তিটাও এখন সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ভারতের। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের কাছে হেরে প্রথম দল হিসেবে ওয়ানডেতে ৪০০ ম্যাচ হারের ‘কীর্তি’ গড়ল ধোনি-কোহলিরা।

দ্বিতীয় সর্বোচ্চ হার ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (৩৮৩)। এরপর আছে যথাক্রমে শ্রীলঙ্কা (৩৭৩), নিউজিল্যান্ড (৩৪৯), জিম্বাবুয়ে (৩৩৭),ওয়েস্ট ইন্ডিজ (৩৩৬), ইংল্যান্ড (৩১৮), অস্ট্রেলিয়া (৩০০)।

আর ৫৪৭ টি জয় নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৪৫৬টি করে জয় নিয়ে দ্বিতীয় পাকিস্তান আর ৪৫৫ টি জয় নিয়ে তৃতীয় অবস্থানে ভারত। ৩৭৬ ম্যাচে জিতে চতুর্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের হিসেবে এর পরের স্থানে যথাক্রমে আছে শ্রীলংকা (৩৬৫), দক্ষিণ আফ্রিকা (৩৪৮), ইংল্যান্ড (৩২৮), নিউজিল্যান্ড (৩১১) এবং জিম্বাবুয়ে (১২২)।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।