১৩ বছরের রেকর্ড বদলালেন মিরাজ


প্রকাশিত: ০৬:০১ এএম, ২১ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। যে আলোয় আলোকিত হয়েছে বাংলাদেশ দল। ১৯ বছরের এই যুবার হাত ধরে ১৩ বছরের পুরোনো রেকর্ড বদলালো বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মিরাজের রাজকীয় অভিষেকে সিরিজির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংলিশদের ২৯৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। এটাই বাংলাদেশের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের সবনিম্ন স্কোর।

এর আগে ২০০৩ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২৯৫ রানে আটকে দিয়েছিলেন টাইগাররা। ওই টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৩টি করে উইকেট লাভ করেছিলেন মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ রফিক। এনামুল হক জুনিয়র ও মুশফিকুর রহমান দখলে নিয়েছিলেন দুটি করে উইকেট। তার পরেও সেই টেস্টে বাংলাদেশ দল হেরে গিয়েছিল ৭ উইকেটে।

প্রসঙ্গত, চলতি এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন মিরাজ। ৩৯.৫ ওভার হাত ঘুরিয়ে ৭টি মেডেনসহ খরচ করেছেন ৮০ রান। ১৯ ওভারে ৪৬ রান দিয়ে দুটি উইকেট লাভ করেন সাকিব আল হাসান। আর দ্বিতীয় দিনে জ্বলে ওঠা তাইজুল ইসলামও নিয়েছেন দুটি উইকেট।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।