তবুও ভালো অবস্থানে ইংল্যান্ড!


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২০ অক্টোবর ২০১৬

৭ উইকেট হারিয়ে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২৫৮ রান। বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোন টেস্টের প্রথম দিন এতগুলো উইকেট হারিয়েছে ইংল্যান্ড। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি তোপে পড়ে একে একে উইকেট হারিয়েছে সফরকারীরা। মিরাজ নেন ৫ উইকেট। দুটি নেন সাকিব।

দিন শেষে ৭ উইকেটে ২৫৮ রান সংগ্রহ হলেও ইংলিশরা মনে করছে, তারা ভালো অবস্থানেই রয়েছে। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কী মনে করেন ইংল্যান্ড ভালো পজিশনে রয়েছেন এখন? মঈন আলি বলেন, ‘অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি।’

কেন এমন মনে হচ্ছে? মঈনের জবাব, ‘এক সময় তো মনে হচ্ছিল, এই উইকেটে ২৫০ রান করাটাও যথেষ্ট। তবে জনি বেয়ারেস্ট এবং আমি মিলে সেটাকে আরও এগিয়ে নিয়ে গেলাম। একই সঙ্গে জো-ও (রুট) ভালো ব্যাটিং করেছে। আমরা আগামীকাল নিজেদের আরও এগিয়ে নেয়ার চেষ্টা করবো। অন্তত ৩০০ তো করতে পারবো।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।