‘হ্যাটট্রিকম্যান’ ওজিলের প্রশংসায় আর্সেনাল কোচ


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২০ অক্টোবর ২০১৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বুধবার রাতে বুলগেরিয়ার ক্লাব লুদোগোরেটসের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মেসুত ওজিল। জার্মানির তারকা এই মিডফিল্ডারের অসাধারণ নৈপুণ্যে ম্যাচটিতে ৬-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষেই থাকলো গানাররা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে পিএসজি।

ম্যাচ শেষে ‘হ্যাটট্রিকম্যান’ ওজিলের প্রশংসায় পঞ্চমুখ আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। বলেন, ‘আমার মনে হচ্ছে সে (ওজিল) গোলের স্বাদ পেয়ে গেছে। সে এখন গোলের পেছনে ছুটছে। এর আগে সে বল নিয়ে আসতো, সতীর্থদের তা যোগান দিত। এখন থেকে তাকে প্লেমেকার ও গোলদাতা হিসেবে চাইতে পারেন। দেখবেন, বল নিয়ে সে সামনে চলে যায়, এবং দারুণ ভারসাম্য রাখতে পারে।’
 
প্রসঙ্গত, ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লুদোগোরেটসের বিপক্ষে ৫৬, ৮৩ ও ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ওজিল। আর্সেনালের হয়ে বাকি তিনটি গোল করেছেন অ্যালেক্সিস সানচেজ, থিও ওয়ালকট ও চেম্বারলেইন যথাক্রমে ১২, ৪২ ও ৪৬ মিনিটে।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।