এমন স্বপ্নিল অভিষেক হবে ভাবিনি : মিরাজ


প্রকাশিত: ১১:৫৪ এএম, ২০ অক্টোবর ২০১৬

বল হাতে জাদু দেখাতে পারেন, জাদু দেখাতে পারেন ব্যাট হাতেও। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াডে ‘স্পিনার’ বিবেচনায় জায়গা পাওয়ার পর মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘সুযোগ পেলে দুই বিভাগেই অবদান রাখার চেষ্টা করবো।’ সুযোগটা পেয়েও গেলেন। বল হাতে অবদান রাখতে শুরু করে দিয়েছেন। অভিষেক টেস্টেই তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

প্রথম দিন শেষে মিরাজ জানালেন, এমন স্বপ্নিল অভিষেক হবে, তা কখনো ভাবেননি তিনি। বলেন, ‘আমার ধারণা ছিল নিজের প্রথম টেস্টে গড়পড়তা বোলিং করবো। লক্ষ্য ছিল ভালো জায়গায় বল ফেলবো। তবে এমন স্বপ্নিল অভিষেক হবে, তা ভাবিনি। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় দিন, যা কখনো ভুলবো না।’   

অভিষেক টেস্টে পাঁচ উইকেট শিকারের জন্য টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমকে কৃতিত্ব দিলেন মিরাজ। বলেন, ‘আমার প্রথম বলটা অফস্টাম্পের বাইরে পড়ে টার্ন করছিল। তখন মুশফিক ভাই এসে আমাকে বললেন, ‘‘শোন, এই উইকেটে টার্ন আছে। বাইরে বল করিস না। উইকেট সোজা বল কর, সাফল্য পাবি।’’ আমি তার (মুশফিক) কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি।’

এআরবি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।