ম্যাককালাম নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত


প্রকাশিত: ০৭:০০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন, কিউইদের ওডিআই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ১৯৯১ সালে মার্টিন ক্রোর পর এবারই প্রথম কোন ক্রিকেটার এমন কৃতী গড়লেন।

ম্যাককালামের নেতৃত্বে গেলো বছরটি দারুণ কাটিয়েছে নিউজিল্যান্ড দল। ২০১৪ সালে ৯ টেস্টের ৫ টিতেই জয় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছে কিউইরা। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও দল ছিল দুর্দান্ত। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হোয়াইটওয়াশ ও পাকিস্তানের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করে ম্যাককালাম বাহিনী।

ব্যক্তিগত পারফরম্যান্সেও ম্যাককালাম ছিলেন তুঙ্গে। টেস্টে ৭২.৭৫ গড়ে ১১৬৪ রান করেছেন তিনি। যা এক পঞ্জিকা বর্ষে কিউইদের মধ্যে সর্বোচ্চ। এ বছর বিশ্বের শীর্ষ ১০ টেস্ট ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলেও বছরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ম্যাককালাম। এছাড়া প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও ব্ল্যাক ক্যাপদের অধিনায়ক গড়েছেন এ বছরই।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।