দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের হার
বিশ্বকাপের দ্বিতীয় ও নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে গিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা। সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৫ টায় খেলাটি শুরু হয়।
সকালে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। তামিম ইকবাল ও মমিনুল হকের উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এনামুল হক বিজয় আর সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৮৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৪৫ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। মুশফিক করেন ২৬ রান। মাত্র ৮ রান করে আউট হন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব। আয়ারল্যান্ডের পক্ষে জন মনে ও সোরেনসেন নেন ৩টি করে উইকেট।
বাংলাদেশের দেয়া ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। এড জয়েস ৪৭ রানে আউট হলেও ৬৩ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্যালবিরনি। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, নাসির হোসেন, আল-আমিন ও তাসকিন আহমেদ।
আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১১তম বিশ্বকাপের আসর বসবে। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এটি বাংলাদেশের পঞ্চম বিশ্বকাপ।
এমআর/আরআইপি