শেষ মুহূর্তের গোলে চেলসির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় এক জয় পেয়েছে চেলসি। শেষ মুহূর্তে উইলিয়ানের দেওয়া এক মাত্র গোলে জয় পেয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষ এই দল।
বুধবার নিজেদের মাঠে ইভারটনের মুখোমুখি হয় হোসে মরিনহোর দল। আক্রমণ- পাল্টা-আক্রমণে খেলা চললেও প্রথমার্ধে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। বিরতির পর মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে উঠে চেলসি। একের পর এক আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হয় হ্যাজার্ড, রেমিরা। শেষ পর্যন্ত খেলার ৮৯ মিনিটে গোল করে দলকে দারুন এক জয় এনে দেয় ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান।
দিনের অন্য ম্যাচে দ্বিতীয় স্থানে থাকে ম্যানচেষ্টার সিটি ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্টোকসিটিকে।
এ জয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ব্লুজরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ৫২।
এমআর/আরআইপি