এবার রুটকে ফেরালেন মিরাজ


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২০ অক্টোবর ২০১৬

মাত্র ২১ রানেই প্রথম সারির তিন উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে দারুণভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। মিরাজ-সাকিবের ঘূর্ণিতে প্রায় দিশেহারা অবস্থা হয়েছিল তাদের। তবে চতুর্থ উইকেট জুটিতে মঈন আলিকে নিয়ে দলের চাপ সামলে নিচ্ছিলেন ইংলিশদের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট। তবে খুব বেশি সময় উইকেটে থাকতে পারলেন ইংলিশদের সেরা এই ব্যাটসম্যান। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই মিরাজের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন রুট (৪০)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৮৭ রান। মঈন আলী ১৮ আর বেন স্টোকস ৩ রান নিয়ে ব্যাট করছেন।

এদিকে ২৮ তম ওভারে সাকিবের বলে মঈনকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সে যাত্রা বেঁচে যান মঈন। ইনিংসের ২৭তম ওভারেও সাকিবের বলে মঈনকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সে যাত্রাও বেঁচে যান মঈন।

এর আগে ইনিংসের দশম ওভারে ইংলিশ শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। বেন ডাকেটকে সরাসরি বোল্ড আউট করেন এ নবীন। এরপরের ওভারেই ইংলিশ অধিনায়ক কুককে বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব।

১২তম ওভারে বল করতে এসে আবার আঘাত হানেন মিরাজ। গ্যারি ব্যাল্যান্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ওভারের শেষ বলে ব্যাটে বলে করতে না পারায় ব্যাল্যান্সের প্যাডে লাগে বল। জোরালো আবেদনের পর আম্পায়ার সাড়া না দেওয়াও তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন টাইগাররা। আর রিভিউতে সিদ্ধান্ত পায় বাংলাদেশ।

আরটি/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।