মেসি জাদুতে বার্সার বড় জয়


প্রকাশিত: ০৪:০৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে বড় জয় পেয়েছে কাতালানরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে  ভিলারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে মেসি-নেইমাররা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বার্সা। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। ভিলারিয়ালের বক্সে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বাম পায়ের বুলেট শটে বল জালে জড়ান আর্জেন্টাইন এই ক্ষুদে যাদুকর মেসি।

এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বার্সা। মাঠে নামার তিন মিনিট পর ফেরান ট্রিগুরেস গোল করে ভিলারিয়ালকে সমতায় ফেরান।

তবে দর্শকরা নড়েচড়ে বসার আগেই ফের লিড নেয় বার্সা। ৪৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে এবার বার্সাকে এগিয়ে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। খেলার ৬৪ মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। এবার মেসির পাস থেকে হেড করে গোল করেন ডিফেন্ডার জেরার্ড পিকে।

এই জয়ের ফলে কোপা ডেল রে’র ফাইনালে এক পা দিয়ে রাখলো বার্সেলোনা। বড় কোনো অঘটন না ঘটলে ফাইনালে খেলবে তারাই। কারণ ফাইনালে খেলতে হলে ঘরের মাঠে পরের রাউন্ডে ভিলারিয়ালকে জিততে হবে কমপক্ষে তিন গোলে ব্যবধানে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।