নতুন ১০ বিচারপতির শপথ আজ


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১০ বিচারপতির শপথ আজ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

সোমবার রাতে সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ নতুন ১০ জনকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, অবসরপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান, গাজীপুর জেলা ও দায়রা জজ আমীর হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী, সুপ্রীম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব, খিজির আহমেদ এবং ইকবাল কবির লিটন।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই দশজনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এরপর দুই বছর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হবে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।