চ্যাম্পিয়ন্স লিগে মেসির নতুন রেকর্ড


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২০ অক্টোবর ২০১৬

বাঁ পায়ের জাদুতে প্রায় সব রেকর্ডই একে একে নিজের নিজের দখলে নিয়ে নিচ্ছেন লিওনেল মেসি। এবার আরও একটি অনন্য রেকর্ড যোগ হল আর্জেন্টাইন এই তারকার মুকুটে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে মেসি ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউল গঞ্জালেসকে।

বুধবার ঘরের মাঠে ইংলিশ ক্লাব ম্যান সিটির বিপক্ষে হ্যাট্রিক করেন মেসি। আর এতে ঘরের চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টিনা অধিনায়কের গোলসংখ্যা দাঁড়ায় ৫০টি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে ৪৯টি গোল নিয়ে আগের রেকর্ডটি ছিল রাউলের।

এবারের আসরের এই নিয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই হ্যাটট্রিক করলেন মেসি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় তার মোট গোল হলো ৮৯টি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।