মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত গার্দিওলার ম্যানসিটি


প্রকাশিত: ০২:৫৪ এএম, ২০ অক্টোবর ২০১৬

মেসির জ্বলে ওঠার দিনে প্রতিপক্ষ শিবিরের যে কিছুই করার থাকে তা হারে হারে টের পেলো গার্দিওলার ম্যানসিটি। নিজে করলেন তিন গোল আর সতীর্থকে দিয়ে করালেন আরও এক গোল। আর এতেই ৪-০ গোলে উড়ে গেলো ম্যানসিটি। ফলে ক্যাম্প ন্যুতে আবারো হতাশ হলেন গার্দিওলা।  

ঘরের মাঠে বুধবার ম্যাচের শুরু থেকেই মাঠে নামেন আগের ম্যাচে ইনজুরি থেকে ফেরা মেসি। ম্যাচের ১৭ মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বলে গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে ফাঁকি দিয়ে দলকে লিড এনে দেন মেসি। এরপর সুয়ারেজের শট সাইড নেটে লাগলে হতাশ হয় স্বাগতিকরা।

messi

বিরতির আগে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সিটি। তবে ফ্রি-কিক থেকে ফাঁকায় থাকা জন স্টোনসের জোরালো হেড একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

বিরতি থেকে ফিরে বড় ধাক্কা খায় সিটি। সুয়ারেজের বাড়ানো বল ডি বক্সের বাইরে গিয়ে হাত দিয়ে ঠেকালে লাল কার্ড দেখেন বার্সেলোনা ছেড়ে এ মৌসুমেই সিটিতে যোগ দেওয়া ব্রাভো। এরপর আর ১০ জনের সিটি দুর্দান্ত খেলতে থাকা মেসিকে আটকাতে পারেনি।

messiম্যাচের ৬১মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন  আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। এর আট মিনিট পর সুয়ারেজের বাঁ দিক ক্রসে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে দুই ম্যাচ খেলে দুটিতেই হ্যাটট্রিক করলেন মেসি।

এদিকে ৭৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জেরেমি ম্যাথিউ মাঠের বাইরে গেলে বার্সাও ১০ জনের দলে পরিণত হয়। তবে ম্যাচে ফিরতে পারেনি সিটি। উল্টো ৮৭ মিনিটে পেনাল্টি পায় বার্সা। তবে গোল করতে ব্যর্থ হয় নেইমার। তবে দুই মিনিট মেসির বাড়ানো বলে অসাধারণ এক গোল করে দলকে ৪-০ বড় জয় এনে দেন নেইমার।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।