মেসির আর্জেন্টিনাকে হারিয়েছে বাংলাদেশ


প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৯ অক্টোবর ২০১৬

খেলাটা ফুটবলের নয়, বিশ্বকাপ কাবাডি। ভারতের আহমেদাবাদে চলমান কাবাডি বিশ্বকাপের শেষ ম্যাচ জয় দিয়েই শেষ করেছে বাংলাদেশ। বুধবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৬৭-২৬ পয়েন্টে হারিয়েছে আর্জেন্টিনাকে। এ জয়ে গ্রুপে তৃতীয় হলো বাংলাদেশ। আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে ছিল ৩২-১৫ পয়েন্টে।

আগের চার ম্যাচে বাংলাদেশ দুটি জিতেছে, দুটি হেরেছে। বাংলাদেশ ৫২-১৮ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল। তবে পরের ম্যাচে ভারতের কাছে ৫৭-২০ পয়েন্টে হেরে যায়।

তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে দুর্ভাগ্যজনকভাবে ৩৫-৩২ পয়েন্টে না হারলে সেমিফাইনালেই খেলতো লাল-সবুজ শিবির। খেলার শেষ তিন মিনিটে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকেও বাংলাদেশ হেরে যায় ওই ম্যাচ।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপটের ৮০-৮ ব্যবধানে জয় নিয়ে বাংলাদেশ জয়ের ধারায় ফেরে। বাংলাদেশের শেষ ম্যাচে আর্জেন্টিনাও রক্ষা পায়নি।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।