ভালবাসা দিবসে ফেরদৌস-তারিনের পাঁচফোড়ন


প্রকাশিত: ০২:৪৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

বরাবরের মতো এবারও ফাগুন অডিও ভিশন ভালবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ ‘পাঁচফোড়ন’। অনুষ্ঠানটি প্রচার হবে ১৪ই ফেব্রুয়ারি রাত ৮টা ৫০ মিনিটে। এবারের ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে ভালবাসা দিবসে সদ্য বিবাহিত এক সুখী দম্পতির মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে।

এসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। এবারের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও জনপ্রিয় অভিনেত্রী তারিন। অভিনয়ের মাধ্যমে এ তারকা জুটি মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন।

এবারের ‘পাঁচফোড়ন’-এ মূল গান রয়েছে তিনটি। একটি গেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কণা। গানটির সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী, কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে গানটি ধারণ করা হয়। আর একটি গান গেয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী শামস। গানটি লিখেছেন কাওনাইন সৌরভ, শামসের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটিতে মডেল হিসেবে অংশ নিয়েছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী ইভানা।

ঢাকা ও ঢাকার আশপাশে গানটির ব্যতিক্রমী চিত্রায়ণ করা হয়েছে। সঞ্চালনার পাশাপাশি ফেরদৌস ও তারিনকে দিয়ে চিত্রায়ণ করা হয়েছে একটি ভালবাসার গান। এছাড়া রয়েছে ভালবাসার ওপর একটি চমৎকার মিউজিক্যাল পুঁথি। এতে অংশ নিয়েছেন অর্ধশত শিল্পী। এছাড়া ভালবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে প্রায় ডজনখানেক মজাদার নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশীষ ভৌমিক, জিয়াউল হাসান কিসলু, পরেশ আচার্য, জিল্লুর রহমান, মামুনুল হক টুটু, তারিক স্বপন, মুকুল সিরাজ, প্রমা আজিজ, শিউলী শিলা, নিসা, জাহিদ চৌধুরী, নজরুল ইসলাম, সাজন, ফাহিম, আনিসসহ অনেকে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।