শীঘ্রই মাঠে ফিরছেন সাকিব


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ০৬ আগস্ট ২০১৪

শীঘ্রই মাঠে ফিরছেন সাকিব আল হাসান। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার ধানমন্ডির আবাহনী ক্লাবে শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলে বিসিবি সভাপতি জানান, কমানো হচ্ছে সাকিবের শাস্তি।

নাজমুল হাসান পাপন বলেন, ঈদের পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তা আগেই জানিয়েছিলাম। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দেশের বাইরে আছেন। ৮ আগস্ট তিনি দেশে ফিরবেন। তাই সেদিনই বোর্ড মিটিং হতে পারে। যেহেতু সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছে না তাই এটা নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। দু-এক দিন পরে বোর্ড মিটিং হলেও কোনো সমস্যা হবে না।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব থাকছেন না তা আগেই নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি। তবে মঙ্গলবার তিনি ইঙ্গিত দিলেন আগামী মাসে এশিয়ান গেমসের মধ্য দিয়েই ফিরতে পারেন সাকিব। সে বিষয়ে বোর্ড সভাপতি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে আরো দুটি সিরিজ রয়েছে। একটি আগামী মাসে এশিয়ান গেমস, অন্যটি ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। সেই দুটি সিরিজে সাকিব যাতে খেলতে পারে সে বিষয়েই মিটিংয়ে সিদ্ধান্ত হবে।

এ সময় নাজমুল হাসান পাপন আরও জানান, শাস্তি ঘোষণা হওয়ার পর সাকিবের সাম্প্রতিক আচরণে সন্তুষ্ট বিসিবি। তার সাম্প্রতিক আচরণ বিবেচনা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।