বিশ্বকাপে যাচ্ছেন শোয়েব


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

খেলার মাঠে ‘আইকন সমর্থক’ যদি বলতে হয়, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নিঃসন্দেহে সেই নামটি শোয়েব আলী বুখারী।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলা মাঠে গড়াবে, আর সেই খেলা দেখতে গ্যালারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের সাজে শোয়েব থাকবেন না, এই ক’বছরে এ দৃশ্য কল্পনা করা কঠিনই করে তুলেছেন তিনি। টেলিভিশন চ্যানেল আর গ্যালারির দর্শকের কাছে শোয়েব এখন এমনই পরিচিত মুখ।

তবে এবার বিশ্বকাপ আসরে দেখা দিয়েছিল ব্যতিক্রমের আশঙ্কা। অর্থ সংকটে গ্যালারিতে শোয়েবের উপস্থিতি আর টাইগারদের উৎসাহ দেয়া দুটোই হয়ে পড়েছিল অনিশ্চিত।

একটি বেসরকারী রেডিও স্টেশন এগিয়ে এসে সে আশঙ্কা এবারের মতো দূর করলো। তাদের সহায়তায় বিশ্বকাপে বাংলাদেশের সবক’টি ম্যাচের টিকেট পাচ্ছেন শোয়েব। অস্ট্রেলিয়ায় এবারও হাজির থাকছেন তিনি বাংলাদেশের পতাকা আর টাইগার বাহিনী’র লাখো সমর্থকের প্রতিনিধি হয়ে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয় শোয়েবের অস্ট্রেলিয়া যাত্রার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।