সাকিবের অন্যরকম চ্যালেঞ্জ


প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৬

টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ পার করেছে প্রায় ১৬ বছর। তবে এর মধ্যে টেস্ট খেলেছে মাত্র ৯৩টি। একই সময় ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মত দলগুলো খেলেছে দ্বিগুণের বেশি টেস্ট। লম্বা সময় পর, ওয়ানডে ম্যাচের ফাঁকে টেস্ট খেলেই মূলত অভ্যস্ত টাইগাররা। তবে এবার পরিস্থিতি আরও ভিন্ন। ওয়ানডে ক্রিকেটই খেলেছে তারা প্রায় এক বছর পর। এর মাঝে ঘরোয়া ক্রিকেটেও বড় দৈর্ঘের ম্যাচ খেলেনি তারা। তাই এবার বাংলাদেশ অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘আগে জাতীয় লিগ খেলা হতো। এখন তো সেগুলোও হয় না। ওয়ানডেই খেললাম আমরা এক বছর পর। ওটাও মানিয়ে নিতে প্রথম দু-তিন ম্যাচ আমাদের সময় লেগেছে। আশা করবো এবার কম সময় লাগবে। তারপরও বলা মুশকিল। অনেকক্ষণ ধরে বোলিং করা, অনেকক্ষণ ধরে ব্যাটিং করা সবকিছুই আসলে অন্যরকম। দেখা যাক, আমার কাছে মনে হয়ে অন্যরকম একটা চ্যালেঞ্জ।’

সর্বশেষ গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রায় ১৪ মাস পর আবার এ সংস্করণে মাঠে নামছেন সাকিব আল হাসানরা। তবে দীর্ঘ বিরতির প্রভাব কাটাতে নেটে ভালোই ঘাম ঝরাচ্ছেন তারা। টেস্ট খেলার মত আত্মবিশ্বাস কতটুকু আছে তা জানেন না সাকিব। মাঠে নামলেই বুঝতে পারবেন বলে আশা করছেন তিনি। তবে সম্পূর্ণ বিষয়টাকে মানসিক বলে ধারণা করছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

‘আত্মবিশ্বাস আসলে ম্যাচে গেলে বোঝা যাবে, কি অবস্থায় আছে। এখন পর্যন্ত আমরা সবাই চেষ্টা করছি প্রস্তুতিটা ভালোভাবে নেয়ার জন্য। আমরা যেহেতু অনেকদিন টেস্ট ম্যাচ খেলি না। আর আমি তো লংগার ভার্সন কবে খেলছি, মনে নেই। আমার জন্য কঠিন। দেখা যাক কি হয়। চেষ্টা করছি ওইরকম মাইন্ডসেট তৈরি করার। সত্যি কথা বলতে, খুব বেশি প্রস্তুতির কিছু নেই। মানসিক দিক থেকে যতবেশি ঠিক থাকা যাবে, টেস্ট ম্যাচের জন্য ততটা প্রস্তুত থাকা যাবে। আমার মনে হয় এর বেশি কিছু প্রয়োজন নেই।’

প্রায় চৌদ্দ মাস পর টেস্ট ক্রিকেট। তাই অনেকটা নতুন শুরুই বলা যায় টাইগারদের জন্য। তবে এমন আগেও হয়েছে বলে জানান সাকিব। গত সাত বছরে আরও তিনবার এমন সময়ের মুখোমুখি হয়েছেন বলে উল্লেখ করেন তিনি, ‘সাত বছর খেললাম এইরকম তিনবার হয়েছে। নতুন নতুন তো লাগেই। আমি যেটা বললাম, অনেকদিন না খেললে একটা গ্যাপ তৈরি হয়। আশা করি প্রস্তুতিটা ভালোভাবে শেষ করতে পারবো। কালকে আরও একটা দিন রয়েছে। টেস্ট ম্যাচটা যেহেতু আল্টিমেট ক্রিকেট সবাই রোমাঞ্চিত।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।