সাকিবদের স্পিনকে যত ভয় ইংল্যান্ডের


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৬

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় বেন ডাকেটের। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম সিরিজেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ইংলিশদের মিডলঅর্ডারে নির্ভরতার আভাস দিচ্ছেন তিনি। টাইগারদের বিপক্ষে টেস্টেও অভিষেক হতে পারে তার।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের স্পিনারদের সমীহ করছেন ডাকেট। তার মানে, সাকিব-তাইজুলদের স্পিনকে ভয় পাচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, ঘরের মাঠে স্পিন শক্তিকেই যে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। সে হিসেবেই হয়তো ইংলিশদের সাবধানী বাণী শোনালেন ডাকেট।

স্কাই স্পোর্টসকে ডাকেট বলেন, ‘আমি এখানে খুব বেশি স্পিন মোকাবেলা করিনি। সিরিজ হওয়ার আগে নেটে প্রাকটিস করবো, স্পিনারের মুখোমুখি হবো। কারণ প্রস্তুতি ম্যাচে প্রথম সেশনে পেস বোলারদের বিপক্ষে খেলেছি। এখানে বাংলাদেশের স্পিনারদের মোবাবেলা করা চ্যালেঞ্জই হবে।’

এদিকে, দলের সুবিধার্থে যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত ডাকেট। বলেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলা আমার কাছে স্বপ্নের মতোই। দলের স্বার্থে যে কোনো পজিশনে আমি খেলতে পাবরো। আমি তৈরি আছি।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।