মেসিকে থামানো কঠিন হবে : আগুয়েরো


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৭ অক্টোবর ২০১৬

আর্জেন্টিনা জাতীয় দলে দুজন খেলেন একসঙ্গে। তাই একে অপরের সম্পর্কে বেশ ভালোই জানেন। সেই জানা থেকেই সাজিও আগুয়েরো বলছেন, লিওনেল মেসিকে থামানো ম্যানচেস্টার সিটির জন্য বড্ড কঠিনই হবে।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে বার্সেলোনার মুখোমুখি হবে সিটিজেনরা। ওই ম্যাচের আগেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে দুই শিবিরে। দুই দলের দুই সেরা তারকাকে নিয়ে ভাবতে হয়, এটাই স্বাভাবিক। একদিকে বার্সেলোনায় যেমন আগুয়েরোকে নিয়ে ভাবছে, অপরদিকে মেসিকে থামানোর জন্য ছক আঁটছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

স্বদেশী ও বন্ধু মেসির বিপক্ষে ফের খেলতে মুখিয়ে রয়েছেন আগুয়েরো। ডেইলি মিররকে আগুয়েরো বলেন, ‘মেসির বিপক্ষে খেলতে পারাটা বিশেষ কিছু। জাতীয় দলে একসঙ্গে খেলি। আমরা বন্ধুও। এ কারণে ড্রয়ে বার্সেলোনাকে আমি চাই না। তবে মাঝেমাঝে ভাগ্যও ভূমিকা পালন করে। তাই বলার কিছু থাকে না।’

সিটির কাছে মেসি এক আতঙ্কের নাম। এ কথা স্মরণ করিয়ে দিলেন আগুয়েরোও। বলেন, ‘অভিজ্ঞতার আলোকে বলছি, তাকে (মেসি) থামানো কঠিনই হবে। আমরা সবাই এতটুকু আশা করতে পারি যে ওই দিনটা যেন মেসির খারাপ কাটে। আমাদের ডিফেন্ডাররা নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে খেলবে। এটা কঠিন এজন্য যে লিও বিশ্বসেরা।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।