ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে পৌঁছে গেছে বিপিএলের খসড়া সূচি


প্রকাশিত: ১২:০০ পিএম, ১৭ অক্টোবর ২০১৬

চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নতুন করে ফিরে আসা রাজশাহী কিংসের খেলা দিয়ে আগামী ৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের চতুর্থ আসর। এরই মধ্যে খসড়া সূচি হয়েও গেছে। তা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে চলে গেছে।

তবে সেটাই চূড়ান্ত নয়। কারণ চিটাগাং ভাইকিংসের ১৭, ১৮ ও ১৯ নভেম্বর পর পর তিন খেলা পরে যাওয়ায় তাতে অাসছে পরিবর্তন। আর জুমুয়ার নামাজের জন্য সময় সূচিও একটু রদবদল ঘটবে। জুমুয়ার দিন আধ ঘণ্টা পরে খেলা শুরু হবে।

তার চেয়ে বড় খবর, বিপিএলের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার বিকেলে জাগো নিউজকে জানিয়েছেন, ‘এম এ আজিজ স্টেডিয়ামে খেলা হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। বেশ কিছু যুক্তিযুক্ত কারণেই এম এ আজিজে খেলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। খেলা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।’

বিপিএলের খসড়া সূচি

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

৪-১১-২০১৬

২:৩০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস

ঢাকা

৪-১১-২০১৬

৭:০০

রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস

 

৫-১১-২০১৬

২:৩০

চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস

ঢাকা

৫-১১-২০১৬

৭:০০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস

ঢাকা

৬-১১-২০১৬

২:৩০

রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস

ঢাকা

৬-১১-২০১৬

৭:০০

বরিশাল বুলস ও খুলনা টাইটানস

ঢাকা

৮-১১-২০১৬

২:৩০

ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস

ঢাকা

৮-১১-২০১৬

৭:০০

চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ঢাকা

৯-১১-২০১৬

২:৩০

খুলনা টাইটানস ও রাজশাহী কিংস

ঢাকা

৯-১১-২০১৬

৭:০০

রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস

ঢাকা

১১-১১-২০১৬

২:৩০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস

ঢাকা

১১-১১-২০১৬

৭:০০

খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস

ঢাকা

১২-১১-২০১৬

২:৩০

ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস

ঢাকা

১২-১১-২০১৬

৭:০০

রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস

ঢাকা

১৩-১১-২০১৬

২:৩০

বরিশাল বুলস ও রাজশাহী কিংস

ঢাকা

১৩-১১-২০১৬

৭:০০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস

ঢাকা

১৭-১১-২০১৬

২:৩০

চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস

চট্টগ্রাম

১৭-১১-২০১৬

৭:০০

বরিশাল বুলস ও রংপুর রাইডার্স

চট্টগ্রাম

১৮-১১-২০১৬

২:৩০

চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস

চট্টগ্রাম

১৮-১১-২০১৬

৭:০০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স

চট্টগ্রাম

১৯-১১-২০১৬

২:৩০

ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস

চট্টগ্রাম

১৯-১১-২০১৬

৭:০০

চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস

চট্টগ্রাম

২১-১১-২০১৬

২:৩০

ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস

চট্টগ্রাম

২১-১১-২০১৬

৭:০০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস

চট্টগ্রাম

২২-১১-২০১৬

২:৩০

খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স

চট্টগ্রাম

২২-১১-২০১৬

৭:০০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস

চট্টগ্রাম

২৫-১১-২০১৬

২:৩০

রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস

ঢাকা

২৫-১১-২০১৬

৭:০০

বরিশাল বুলস ও খুলনা টাইটানস

ঢাকা

২৬-১১-২০১৬

২:৩০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস ঢাকা

ঢাকা

২৬-১১-২০১৬

৭:০০

খুলনা টাইটানস ও রাজশাহী কিংস

ঢাকা

২৭-১১-২০১৬

২:৩০

বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস

ঢাকা

২৭-১১-২০১৬

৭:০০

রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস

ঢাকা

২৯-১১-২০১৬

২:৩০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস

ঢাকা

২৯-১১-২০১৬

৭:০০

খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস

ঢাকা

৩০-১১-২০১৬

২:৩০

রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস

ঢাকা

৩০-১১-২০১৬

৭:০০

বরিশাল বুলস ও রাজশাহী কিংস

ঢাকা

০২-১২-২০১৬

২:৩০

রংপুর রাইডার্স ও বরিশাল বুলস

ঢাকা

০২-১২-২০১৬

৭:০০

ঢাকা ডাইনামাইটস ও চিটাগাং ভাইকিংস

ঢাকা

০৩-১২-২০১৬

২:৩০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস

ঢাকা

০৩-১২-২০১৬

৭:০০

রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস

ঢাকা

০৪-১২-২০১৬

২:৩০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স

ঢাকা

০৪-১২-২০১৬

৭:০০

ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস

ঢাকা

০৬-১২-২০১৬

২:৩০

এলিমিনেটর

ঢাকা

০৬-১২-২০১৬

৭:০০

প্রথম কোয়ালিফায়ার

ঢাকা

০৮-১২-২০১৬

৭:০০

সেমিফাইনাল

ঢাকা

১০-১২-২০১৬

৬:৩০

ফাইনাল

ঢাকা

 
এআরবি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।