বাংলাদেশেই মাইলফলক স্পর্শ করবেন কুক


প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৭ অক্টোবর ২০১৬

নিজের সদ্যোজাত কন্যাকে দেশে রেখে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসছে কুক। আর এ ম্যাচে মাঠে নামলেই ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড গড়বেন সাদা জার্সিতে ইংলিশের এই অধিনায়ক।  

এতদিন ১৩৩টি টেস্ট ম্যাচ খেলে যৌথভাবে অ্যালেক স্টুয়ার্টের পাশে আছেন ছিলেন আর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলে স্টুয়ার্টকে ফেলবেন পেছনে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ ও ১০ হাজার রান পূর্ণ করা কুক। গত ১০ বছরে আর কোনো টেস্ট মিস করেননি কুক। খেলেছেন টানা ১৩১টি ম্যাচ। এই রেকর্ডে তার সামনে আছেন কেবল অ্যালান বোর্ডার। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক খেলেছিলেন টানা ১৫৩টি টেস্ট।
 
ইংল্যান্ডের বর্তমান ক্রিকেটারদের মধ্যে কেবল জেমস অ্যান্ডারসন খেলেছেন ১০০টির বেশি টেস্ট। আরেক ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড খেলেছেন ৯৮টি টেস্ট। বাংলাদেশ সফরেই শততম টেস্ট খেলা হয়ে যাবে তার।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।