পাকিস্তানের পক্ষে রেকর্ড গড়লেন ইয়াসির শাহ


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৭ অক্টোবর ২০১৬

টেস্ট ক্রিকেটে দ্রুত ১০০ উইকেট শিকার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে নিজের নাম লেখালেন পাকিস্তানের ইয়াসির শাহ। তবে এশিয়ার খেলোয়াড়দের মধ্যে তার অবস্থান প্রথম। এর আগে পাকিস্তানের কোনো খেলোয়াড় হিসেবে ১৯ ম্যাচে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন আজমল।

দুবাই টেস্ট খেলতে নামার আগে ইয়াসিরের টেস্ট রেকর্ড ছিলো- ১৬ ম্যাচের ৩১ ইনিংসে ৯৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট নিয়ে অনন্য রেকর্ডের তালিকায় নাম লেখান ইয়াসির।

ইয়াসিরের আগে সমান ১৭টি টেস্ট খেলে একশ’ উইকেট তালিকায় রয়েছেন আরো তিনজন। এরা হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ান চার্লি টার্নার, ইংল্যান্ডের সিডনি বার্নাস ও টার্নারের স্বদেশী চার্লি গ্রিমেত। তিনজনের কেউই বেঁচে নেই।

এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের জর্জ লোহম্যান। ১৮৯৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ১শ’ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান লোহম্যান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।